Bengali Golpo Kobita-(বাংলা গল্প কাবিতা)

This site is about bengali poetry and literature. The aim of this site is to promote new writers poetry, article and literature.

কষ্টের তৈলচিত্র


কষ্টের তৈলচিত্র
লতিফা ইয়াসমিন সুইটি

একখনও অনুভূতির দেওয়ালে আঁকা আছে
কিছু কষ্টের তৈলচিত্র 
মনের আকাবাকা গলিপথে 
ছড়ানো আছে ধুসর দুঃখ গুলো 
দুঃস্বপ্নের গহ্বরে পড়ে চিৎকার করি ঘুমের ঘোরে 
বিভীষিকাময় মুহুর্তটুকু অনুভব করে শরীরে বয় শীতল স্রোত
তোমার পবিত্র মুখের দিকে তাকাই
কেবই ফটোগ্রাফ বল্লে
ভুল হয় প্রতি নিয়ত 
যেনে এখনি অভিমানে কেঁদে ফেলবে
কখনো তুমি ভাবতে পারনি
তোমার সন্তানেরা হয়ে উঠবে 
রক্ত চোষা দানব
মানবতার শরীরে ওরা ঢেলেছিল 
বিষাক্ত ষড়যন্ত্রের পোড়া মবিল
ওর নিঃশেষ করতে চেয়েছিল
তোমার পবিত্র অস্তিত্ব
তাই বেড়িয়ে আনল দৈত্যাকার সামরিক ট্যাংক
মহড়া দিল শিকারী শকুনের মত
প্রচন্ড সাহস নিয়ে এল ওরা 
কেঁপে উঠল হিমালয় দেখে
কেঁপ উঠল মিরজাফরের কাল হাত
তবু ওদের অনেক রক্ত পিপাষা
লুটিয়ে পড়ল শতাব্দির সূর্য সন্তান
সেই তো আমার নেতা 
তোমার অপমানের শোধ নিয়েছে 
বাংলার দামাল ছেলেরা
মীরজাফরের টুটি ধরেছে চেপে।
স্বপ্নের সোনার বাংলায়
তোমার আশার বাতি 
জ্বলবে অর্হনিশি।
আমরাই পুরন করব 
তোমার অন্তিম ইচ্ছা 
ধারন করব বুকে
অমীয় সেই বানী
“রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ”।

Previous
Next Post »