Bengali Golpo Kobita-(বাংলা গল্প কাবিতা)

This site is about bengali poetry and literature. The aim of this site is to promote new writers poetry, article and literature.

পরাবত স্বাধীনতা







পরাবত স্বাধীনতা
লতিফা ইয়াসমিন সুইটি

খুঁজছি তোমায় স্বাধীনতা
শুধু লাল সবুজ পতাকায় নয়
ভোরের শিশির রাঙ্গানো সবুজ মানচিত্রে
যেখানে, লুকোচুরি খেলে ছোট্র বনফুল
আর, ফিসফিস কথা বলে উদীয়মান সূর্যের নাথে
জীবন সংগ্রামে মুখরিত জীর্ন কৃষানের বুকে
যার হাতে ফলে সোনালী স্বপ্ন আর
চৌদ্দ কোটি প্রানের বাঁচার আশা
শতছিন্ন বাসনে জড়াজরি করা অবুজ শিশু
ক্ষুধা তৃষ্ণ আর হতাশায় কাতর
মাতর চোখে, তোমায় খজেছি
নিলাজ রাজনীতির মুখোশ
কিংবা ঘুনপোকায় খাওয়া বিষাক্ত সমাজে
তোমায় খুজেছি।
হয়তো পেয়েছি কোন তেজদীপ্ত তরুনের
শানিত বক্তৃতায়।
প্রতিবাদে মুখর গনজাগরন মঞ্চে
তোমায় আগলে রাখবে
প্রতিটা তরুন, ঘৃনার মাঝেও
ফুটিয়ে তুলবে রঙ্গিন কোরক

Previous
Next Post »